সোহেল সানী: উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার প্রতিশ্রুতি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর শহরে ওয়াপদা অফিস (খোলাহাটী রোড) নতুন বাজারে পার্বতীপুর ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় হাসপাতালটির ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। মো: আতিয়ার রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুকশানা বারি রুকু ও পার্বতীপুর ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন ও মামুনুর রশিদ প্রমুখ। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বল্প খরচে উন্নত সেবা দেয়ায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হবে। এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ সার্জনের সমন্বয়ে এবং উন্নত মেশিনারীর সহায়তায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান। হাসপাতালটিতে রয়েছে সাধারণ কেবিন, ভিআইপি কেবিন, জেনারেল ওয়ার্ড, নবজাতক ও শিশু কেয়ার ইউনিট, জরুরী অক্সিজেন ব্যবস্থা ও জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved