মুক্তিনিউজ২৪.কম ডেক্স : কানাডার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে সুনামির কোন হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভ্যাঙ্কুভার দ্বীপের পোর্ট ম্যাকলিনের ১৪০ মাইলের বেশি দক্ষিণ-পশ্চিমে সমুদ্র তলদেশের মাত্র পাঁচ মাইল (আট কিলোমিটার) গভীরে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮ টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫৪৪ টা) আঘাত হানে।
ভ্যাঙ্কুভার দ্বীপের ভিক্টোরিয়ার এক বাসিন্দা এএফপি’কে বলেন, ভিক্টোরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়নি। এদিকে ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পন বিশ্লেষক ব্রিডলি স্মিথ বলেন, সংস্থাটি ধারণা করছে না যে এতে ভবনগুলোর কোন ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এ অঞ্চলে প্রতিবছর কয়েকবার স্বল্প মাত্রা ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। তিনি আরও বলেন, তবে সেখানে ৬ মাত্রার কাছাকাছি শক্তির ভূমিকম্পের আঘাত একটু বেশি অস্বাভাবিক হলেও এতে ভয়ের কিছু নেই।
এদিকে ব্রিটিশ কলম্বিয়ার জরুরি সার্ভিস টুইটার বার্তায় জানিয়েছে, এতে সেখানে সুনামির কোনো হুমকি নেই।
খবর এএফপি
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved