খালেক পারভেজ লালু উলিপুর ( কুড়িগ্রামঃ)প্রতিনিধ
দ্বাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ উলিপুর আসন থেকে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের কাছে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আক্কাছ আলী সরকার, পিপলস পার্টির মোসাদ্দেকুল আলম মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন, জাতীয় পার্টির আব্দুস সোবহান, জাকের পার্টির সাহেব মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান ও তৃণমূল বিএনপির আব্দুল বাতেন।
এ সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিনসহ উভয় প্রার্থীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, স্মাট বাংলাদেশ গড়তে যারা বিজয়ী হবেন নেত্রী তাদেরকেই মনোনয়ন দিয়েছেন। উলিপুর আসনে দলমত নির্বিশেষে জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহালে এলাকার উন্নয়নের লক্ষে কাজ করে যাবো।
জাকের পার্টির সাহেব মিয়া বলেন, 'কল্যাণ রাষ্ট্র গঠণের লক্ষে' জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে নির্বাচনে অংশগ্রহণ করা।
স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী সরকার বলেন, আমি তিন মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। অল্প সময়ে উলিপুরবাসীর জন্য কিছুই করতে পারিনি। আল্লাহপাক এবার সংসদ সদস্য হিসেবে কবুল করলে উলিপুরের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কুড়িগ্রামে চারটি আসনে বিভিন্ন দলের ৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও আজ (৩০ নভেম্বর) ২৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৯১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১হাজার ৩৬৮ জন এবং নারী ভোটার ১লাখ ৭৫ হাজার ৫৪৭জন।##