প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
পাঁচবিবিতে হিরোইনসহ ভারতীয় নারী আটক
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬শ গ্রাম হিরোইন সহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে হাটখোলা ক্যাম্পের বিজিবর সদস্যরা।
শুক্রবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা ওই নারীকে আটক করা হয়।
আটক নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা ক্যাম্পের বিজিবি টহলরত সদস্যরা সীমান্তের পশ্চিম উচনা এলাকার ২৮১/৫ এস পিলারের নিকটে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নারীকে আটক করা হয়। পরে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশী করে ৬ শ গ্রাম হেরইন উদ্ধার করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, শনিবার দুপুরে ভারতীয় নারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved