প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ২:১৬ অপরাহ্ণ
লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ২ জন পরীক্ষার্থী কে আটক
মোঃ লাভলু শেখ লালমনিরহাট :
লালমনিরহাটে কানের ভেতর বিশেষ কায়দায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার ২ ডিসেম্বর দুপুরে লালমনিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী এলাকার সুশীল চন্দ্র রায় এর ছেলে ধর্ম কান্ত রায় (৩৭) এবং একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম গোবদা এলাকার মোজাম্মেল হক এর ছেলে মেহেদী হাসান (৩৭)। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৪৫ টি ইউনিয়ন পরিষদে একজন করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪৫ জনকে নিয়োগ প্রদানের উদ্দেশ্য গত ২০১৭ ও ২০২০ সালে ২ ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। শনিবার ছিলো নিয়োগ পরীক্ষা। ওই নিয়োগ পরীক্ষায় ১৭০৪ জন চাকুরি প্রার্থীর মধ্যে ৬৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নিয়োগ পরীক্ষা শুরু হয়। এসময় কেন্দ্রের ২০১নং কক্ষে কানে বিশেষ কায়দায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে মুঠোফোনের সাহায্য কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নের উত্তর শুনে খাতায় লিখছিলো ১৮১নং রোল পরীক্ষার্থী ধর্ম কান্ত রায় এবং ১০১নং কক্ষে ৬১নং রোল পরীক্ষার্থী মেহেদী হাসান। এসময় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় কানের ভেতরে লুকিয়ে রাখা ২টি ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে নিয়োগ কমিটির সদস্যরা। পরে আটককৃতদের থানা পুলিশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কানের ভেতরে লুকিয়ে রাখা ওই ইলেক্ট্রনিক ডিভাইস বের করেন। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক বলেন, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন থেকে মামলার হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved