মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কন্ডিশন যাই হোক, অন্তত সাদা পোশাকে শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নিউজিল্যান্ড। তাই সিলেট টেস্টেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল কিউইরা। কিন্তু মাঠের ক্রিকেটে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করেছে বাংলাদেশ।
সিলেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৮ রান তুলে স্বাগতিকরা। ফলে নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের। তিনশোর্ধ্ব রান তাড়া করতে নেমে দুইশোর আগেই গুটিয়ে গেছে কিউইরা। বাংলাদেশের ১৫০ রানের জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। তৃতীয় চক্রের টেবিলে প্রথম অবস্থানে আছে পাকিস্তান। শতভাগ জয় তাদের। সমান শতাংশ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান ভারতের। ৩০ শতাংশ জয় নিয়ে টেবিলের চারে অস্ট্রেলিয়া। ১৬.৬৭ শতাংশ নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছে ক্যারিবিয়ানরা। এর আগের দুই চক্রেও খেলেছে বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি কোনো আসরেই। ২০১৯-২০২১ চক্রে ৪ সিরিজে ৭ ম্যাচ খেলে কোনো জয়ের দেখান পায়নি টাইগাররা। এক ম্যাচ ড্র করে ২০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২০২৩ চক্রে এসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে ভাগ্যের চাকা ঘুরেনি। পুরো চক্রে ১২ ম্যাচ খেলে ১ জয়ের বিপরীতে হেরেছে ১০ ম্যাচে। সবমিলিয়ে ১৬ পয়েন্ট নিয়ে এবারও তলানিতে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved