১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকহানাদারমুক্ত হয় শ্রীমঙ্গল উপজেলা। দিবসটি উপলক্ষে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।
বুধবার (৬ ডিসেম্বর) ভাড়াউড়া বধ্যভূমিতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এসময় শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় শ্রীমঙ্গল মুক্তদিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাব কৃতক মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর নেতৃত্বে প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved