মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা গৃহহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়েন সড়কে কিংবা ফুটপাতে। রাজধানীতে এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
রোববার (১১ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান করা এসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। এ সময় ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক আকিব হোসেন, ইমরান উদ্দিন, অন্তিম মারাকসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় শীতার্তদের। রাস্তার পাশে শুয়ে থাকা এক ব্যক্তির নাম আসিয়া বেগম৷ সারাদিন ছোট মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে দিন যায় তার৷ রাতে শরীরে কোনোরকম কাপড় পেঁচিয়ে শীতের কষ্ট লাঘবের চেষ্টা করেন৷ তার ছোট্ট মেয়েকে ইচ্ছেপূরণের পক্ষ থেকে কম্বল উপহার দেওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন এবং হাতে থাকা ফুল উপহার দেন সদস্যদের। এসময় তিনি বলেন, ‘শীতে অনেক কষ্ট পাচ্ছিলাম। বিশেষ করে আমার মেয়েটা। অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি। কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছেপূরণ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে, তাদের ইচ্ছেপূরণ করতেই ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের সৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved