মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দামি জিনিসের কথা এলে সবাই সোনা-দানা, হীরার মতো মূল্যবান পাথরের কথাই সচরাচর বলেন। আবার অনেকে দামি গাড়ি, বাড়ি বা দামি ফোন-ল্যাপটপের মতো গ্যাজেটসের কথাও বলতে পারেন। কিন্তু নোংরা পরিবেশে জন্মানো একটি ছোট্ট কালো পোকাও কি সবচেয়ে দামি হতে পারে?
শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন একটি পোকা রয়েছে যার দাম কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি পোকা এটি। একটি বিএমডব্লিউ বা একটি অডির সমান মূল্যে মূল্যবান। কয়েক বছর আগে একজন জাপানি ব্রিডার ৭৪.২৫ লাখ টাকায় পোকাটি বিক্রি করেছিলেন। মনে করা হয়, এই পোকা বিশ্বের সবচেয়ে অদ্ভুত, ব্যয়বহুল প্রজাতির মধ্যে রয়েছে। পোকাটি স্ট্যাগ বিটল নামে পরিচিত। এই পোকার মোট ১২০০ প্রজাতি সারা বিশ্বে পাওয়া যায়। স্ট্যাগ বিটল নামের পোকাটি অনেক দামি হলেও এটি আবর্জনার মধ্যে পাওয়া যায়। শুকনো পচা কাঠে জন্মায় এ পোকা। এই পোকার আয়ুষ্কাল প্রায় ৭ বছর। তবে শক্ত কাঠ খেতে পারে না। এটি গাছের রস খায় এবং পানিতে বেঁচে থাকে। পোকাটি মোটামুটি পাঁচ ইঞ্চি লম্বা। এটি বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। তাই শীতল পরিবেশে বাঁচতে পারে না। বিভিন্ন মরণব্যাধির ওষুধ তৈরিতে এই পোকা ব্যবহার করা হয়, তাই এর দাম এত বেশি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved