ফরহাদ খান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কালিয়া পৌরভবনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
এরপর নড়াগাতী এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাই ও গুড়ো দুধ।
এ সময় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌর মেয়র অহিদুজ্জামান হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হীরক, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, ফসিয়ার রহমান মোল্যাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব খাজা মিয়া বলেন, পবিত্র ঈদুল ফিতরে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন বলে আশাবাদী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved