মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই ৪ উইকেট তুলে নিয়ে শক্তিশালী ভারতকে চেপে বাংলাদেশের যুবারা।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে দলীয় ১৩ রানে তিন উইকেট হারায় ভারত। ব্যাট করতে ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর ৬ বলে ১ রান করা আর্শিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মৃধা।
অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। অর্থাৎ প্রথম তিন উইকেটে তিনটিই শিকার করেন এই বাঁহাতি পেসার।
এরপর দলের হাল ধরান চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শচিন। ২৩ রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহানাাত দৌল্লা বর্ষণ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫২ রান। প্রিয়ানসু মলিয়া আছেন ১৫ রানে, মুশের খান ৬ রানে অপরাজিত আছেন।
এদিন টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক উদয় শাহারানকে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved