মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিখ্যাত ইউরোপীয় ব্র্যান্ড ও বিশ্বের তৃতীয় বৃহত্তম সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কালে সিরামিকসের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানীর তাজওয়ার সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিজেদের যাত্রা শুরুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বনানীর ১৯/এ রোডের ৩৪ নম্বর হাউজের চতুর্থ তলায় কালে সিরামিকসের শো রুম উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন কালে সিরামিকসের উদ্বোধন করেন। কালের তুরস্কের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ উদ্বোধনী আয়োজনে অতিথিরা কালে সিরামিকসের পণ্য ও সেবাসমূহ ঘুরে দেখেন। নজরকারা ডিজাইন ও টেকসই প্রতিশ্রুতি নিয়ে, কালে বাংলাদেশ তাদের এক্সক্লুসিভ টাইলস ও স্যানিটারিওয়্যারের কালেকশন সবার সামনে তুলে ধরেন আয়োজকরা। তাদের এক্সক্লুসিভ টাইলসের কালেকশনের মধ্যে কালেসিন্টারফ্লেক্স, ইটালিয়ান মারবেল ও রয়েল মারবেল সিরিজ উল্লেখযোগ্য। শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী ও কালে এর লোকাল পার্টনার দেওয়ান সাজিদ আফজাল বাংলাদেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু প্রসঙ্গে বলেন, বাংলাদেশে পোর্সেলিন টাইলস ও স্যানিটারিওয়্যারের মার্কেটে কালেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। দেশের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে মিল রেখে আমরা পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে নিবেদিতপ্রাণ। কালের ইপিডি সার্টিফিকেশন নিঃসন্দেহে স্থপতিদের ও নকশাকারদের জন্য আলাদা/যুগান্তকারী/ভিন্ন মাত্রা যোগ করবে। আয়োজকরা জানান, ৬৬ বছরের ঐতিহ্যবাহী যাত্রায়, কালে গ্রুপ, তুরস্কের সিরামিক শিল্পের একটা শীর্ষস্থানীয় নাম। সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার ও বাথরুম ফিটিংস ক্যাটাগরিতে সাড়ে চার হাজারেরও বেশি আকর্ষণীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর দুই শতাধিক নতুন পণ্য আনে প্রতিষ্ঠানটি। ৮৬টি দেশে বিস্তৃত এই কোম্পানিটি বিশ্বের সিরামিক শিল্পে আস্থার এক অন্য নাম। তারা জানান, কালে সিরামিক বাংলাদেশের সিরামিক শিল্পে ঐতিহ্য, উদ্ভাবন এবং স্থায়িত্বের সমন্বয়ে শ্রেষ্ঠত্বের প্রতীক। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার ও বাড়ি-মালিকদের টাইলস ও স্যানিটারিওয়্যারের জগতে এক নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। ‘কালে’ সম্পর্কে তথ্য উপস্থাপন করে আয়োজকরা বলেন, বিশ্বের সবচেয়ে হালকা পোরসেলিন টাইলস ‘কালেসিন্টারফ্লেক্স’ নিয়ে আসছে ‘কালে’। এটি অত্যাধুনিক স্থাপত্য প্রকল্পে ব্যবহারের পাশাপাশি এটি ভূমিকম্পের সময়ও নিরাপত্তা নিশ্চিত করে। টাইলস সেক্টরে বাংলাদেশে শুধুমাত্র ‘কালে’ এরই ইপিডি সার্টিফিকেশন আছে, যা স্থপতিদের কাছে লিড সার্টিফিকেশনের অনুরূপ। ‘কালে’ অত্যাধুনিক বাথরুম ভ্যানিটি পণ্যও নিয়ে আসছে যা বাংলাদেশের টাইলস ও স্যানিটারিওয়্যার মার্কেটের একটি অনন্য সংযোজন। কালে সিরামিক তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইল প্রস্তুতকারক। এটি ইউরোপের ৩য় ও বিশ্বের বড় টাইলস প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে ১৮তম। এই কোম্পানির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫৬ মিলিয়ন বর্গমিটার। (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুসারে)। তুর্কি সিরামিক শিল্প প্রতিষ্ঠার পথপ্রদর্শক ‘কালে সিরামিক’ আন্তর্জাতিক সিরামিক বাজারের অন্যতম হিসেবে ১০০টিরও বেশি দেশে ৪০০টি সেলস পয়েন্টসহ গ্রাহকদের সঙ্গে ব্যবসা করছে। কালে সিরামিক- সিরামিক টাইল, সিরামিক স্যানিটারি ওয়্যার, কল এবং বাথরুমের আসবাবপত্রের পণ্যসহ ৪,৫০০ টিরও বেশি বিভিন্ন পণ্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে। তারা প্রতি বছর প্রায় ২০০টি নতুন পণ্য বাজারে সরবরাহ করে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved