মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কাজীবাজার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই ভাই পুলিশের তদন্তের কথা জানতে পেরে বাড়িতে ফিরেছে। রোববার (১৭ ডিসেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গতকাল ১৬ ডিসেম্বর সকাল সাতটার দিকে পালিয়ে যাওয়া দুই ভাই তাদের নিজেদের বাড়িতে ফিরে আসেন। মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই মাদসা ছাত্র বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) ও মো. শরীফুল ইসলাম চৌধুরী (১২)। তারা মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের নাজমুল আহমদের সন্তান।
মডেল থানা পুলিশ জানায়, ১০ নভেম্বর পড়াশোনার চাপে দুই ভাই নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহি কাজিরবাজার এলাকার শাহধরন হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তাঁর ছোট ভাই শরীফুল ইসলাম চৌধুরী নওমৌজা বাড়ন্তি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র। দুই ভাই মিলে ১০ নভেম্বর রাত ১০টায় শেরপুর বাসস্ট্যান্ড থেকে হানিফ বাসে করে ঢাকায় চলে যায়। সেখানে টঙ্গী এলাকায় নিজেদের পরিচয় গোপন রেখে ভিকটিম আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) কাপড়ের ফ্যাক্টরীতে এবং মো. শরীফুল ইসলাম চৌধুরী (১২) সাবানের ফ্যাক্টরীতে কাজ নেয়। দুই ভাই একসঙ্গে নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েন তাঁদের বাবা-মা। ওইদিন রাতেই তাঁদের বাবা নাজমুল আহমদ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন (ডায়েরি নম্বর-৫৬৯)।
থানায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নামে টিম মৌলভীবাজার সদর মডেল থানা। তারা পালিয়ে যাওয়া দুই ভাইয়ের অবস্থান সম্পর্কে অবগত হন। এরমধ্যে খবর পান পুলিশের কথা জানতে পেরে পালানো দুই ভাই নিজেরাই আবার বাড়িতে ফিরে আসেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved