মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক: “নবীর শিক্ষা কর না ভিক্ষা, মেহনত কর সবে” পার্বতীপুর উপজেলার বিভিন্ন জনপদে রহিমা খাতুন, নুর আলম, নুর জাহান, ঈসমাঈল হোসেন, মহির উদ্দীন, জহির উদ্দীন, মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করত এটা একটি সামাজিক ব্যধি। তাদেরকে পুনর্বাসন করতে আজ ১৬ এপ্রিল সকাল ১১ টায় পার্বতীপুর উপজেলা চত্বরে তাদের হাতে ১টি করে বকনা গরু তুলে দেওয়া হয়। এ ঘটনায় তাদের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠেছে।
মহৎ এ কাজটি করেন পার্বতীপুর ফুলবাড়ী উপজেলার মাটি ও মানুষের নেতা ৭ বারের লাগাতার সংসদ সদস্য দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শ্রমিকনেতা আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনীন (মোমিন) মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় বলেন, সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৭ ভিক্ষুক ছাড়াও পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) ঋণ আওতায় ২০ দুস্থ পরিবারকে ৪ লাখ টাকার ঋণ সুবিধা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved