শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজ সেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সেমিনার হল রুমে অনুষ্টিত উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে প্রাপ্ত বরাদ্দের সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুতালেব এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় সিলেট বিভাগীয় পরিচালক মো. শহিদুল ইসলাম।
সেমিনারে বক্তারা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত জনকল্যাণে সরকারের সফল কর্মসূচির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন সরকারের সমাজসেবা কার্যালয় থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ মানুষের জীবনমান উন্নয়নে যে সকল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশ সারাবিশ্বে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved