মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ‘প্লে স্টোর’ সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তিতে ৭০ কোটি ডলার প্রদানের পাশাপাশি ‘প্লে স্টোরে’ প্রতিযোগিতা বাড়ানোর শর্ত মেনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল।। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত মার্কিন অঙ্গরাজ্য এবং ভোক্তাদের পক্ষে রায় দেয়। রায়ে বলা হয়, গুগল ইতোমধ্যে মীমাংসায় যেতে সায় দিয়েছে এবং শর্তাবলী মেনে প্রযুক্তিভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি কমপক্ষে ৭০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির প্লে অ্যাপ স্টোরে অন্য অ্যাপ সংযুক্তির পাশাপাশি একে আরও প্রতিযোগিতামূলক করার অনুমতি দিতে সম্মত হয়েছে।
আলাদা অভিযোগে, ফেডারেল বিচার বিভাগ এবং কয়েক ডজন অঙ্গরাজ্য ২০২০ সালে গুগলের বিরুদ্ধে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধানে তার আধিপত্যের অপব্যবহার করার অভিযোগ এনেছিল। এবং তারবিহীন ক্যারিয়ার এবং স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতিযোগিতা এড়িয়ে লাখ লাখ গ্রাহকদের ব্যবহৃত মোবাইল ফোন সেটে গুগল অনুসন্ধানকে ডিফল্ট বা স্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছিল। এ বিষয়ক অনেকগুলো অভিযোগ পরবর্তী পর্যায়ে একটি একক মামলা হিসেবে পরিচিতি পায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved