মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : উচ্চশিক্ষায় সমৃদ্ধি ও সহজ সেবার অঙ্গীকার নিয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এএইচজেড তাদের নতুন লোগো উন্মোচন করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বার্ষিক সাধারণ সভা এবং রিব্র্যান্ডিং অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করা হয়। এএইচজেডের সিইও গোলাম মর্তুজা বলেন, এই ইভেন্টটি আমাদের অতীত সাফল্যের প্রতিফলন নয় বরং শিক্ষার ভবিষ্যৎ গঠনে আমাদের অঙ্গীকার সম্পর্কে একটি সাহসী বক্তব্য। আমাদের পুনঃব্র্যান্ডিং এএইচজেডের জন্য একটি নতুন যুগের ইঙ্গিত দেয়, যেখানে আমরা শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য অতুলনীয় সুযোগ প্রদান করছি। তিনি গত কয়েক বছরে কোম্পানির অর্জনের অন্তর্দৃষ্টি শেয়ার করেন এবং ভবিষ্যতের জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গির রূপরেখা দেন। অনুষ্ঠানে চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) জহিরুল ইসলাম বলেন, এএইচজেড মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নিবেদিত। বার্ষিক সাধারণ সভা এবং পুনঃব্র্যান্ডিংয়ের এই আয়োজন আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা ক্রমাগত বৃদ্ধি, উদ্ভাবন এবং সাফল্যের মঞ্চ তৈরি করবে। প্রসঙ্গত, এএইচজেড বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এএইচজেড যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বিশ্বের অন্যতম নেতৃত্বদানকারী আন্তর্জাতিক ব্র্যান্ড যারা বর্তমানে বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। ‘ওয়ান ইউনিক ডেস্টিনেশন’ স্লোগানে তারা শুধুমাত্র যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য সেবা দিয়ে যাচ্ছে। লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডাম ও’ফ্লিন, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ডিরেক্টর; জেমস ব্রাদারহুড, চিফ মার্কেটিং অফিসার; ক্যাথারিন ওভেনস, ডিরেক্টর অব পার্টনারশিপ; বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান, এইচ এম শাহজালাল এবং রনি রায় জুবায়ের হাসান, গ্লোবাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশল, মার্কেটিং রিজিওনাল ম্যানেজারসহ বাংলাদেশের সব কার্যালয় ও সব শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved