প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
সিলেট হকারদের কারনে ভোগান্তিতে নগরবাসী
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :
সিলেট মহানগরীর প্রানকেন্দ্র যেন হয়ে উঠেছে হকারময় এক নগরী প্রাণকেন্দ্র জিন্দাবাজার বন্দরবাজার ফুটপাত এখন প্রায় হকারদের দখলে চলে গেছে সকাল থেকে রাত পর্যন্ত সমানভাবে হকারদের উপস্থিতি চোখে পড়ে সৃষ্টি হয় যানজট যানজটে ভোগান্তি হয় নগরবাসীর।
সিলেট সিটি করপোরেশন নতুন মেয়র আনোয়ারু জাম্মান চৌধুরীর উদ্যোগে আজ শনিবার ২৩ ডিসেম্বর নগরীর প্রানকেন্দ্র কিছুটা কম দেখা যাচ্ছে হকারের উপস্থিতি।
সিলেট শহীদ মিনারে সামনে বসা এক হকার বলেন, সুযোগ পাচ্ছি তাই বসি সবাই বসে এ জন্য সড়কে বসে আম বিক্রি করছি।
সিলেট শুকরিয়া মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আজাদ হামিদ জানান,আমরা প্রতিমাসে দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিয়ে ব্যবসা করতে বসেছি।
হকারদের জন্য লালদিঘীর পাড়ে জায়গা থাকলেও তারা সেখানেও যান না। তাদের যেতে কেউ বাধ্যও করেন না শুকরিয়া মার্কেট কমিটি সিলেট সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ দিব হকার মুক্ত করার জন্যে।
নগরবাসী বলছেন, ফুটপাত দখলমুক্ত থাকলে নগরের সৌন্দর্য বৃদ্ধি পেতো। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কে সহজেই চলাচল করতে পারতেন তারা। হকার ও প্রশাসনে মধ্যে ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করে দ্রুত স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার দাবি তাদের।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved