এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি থেকে যোতরঘু পর্যন্ত প্রায় ০৭ কিলোমিটার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংস্কার হওয়া ক্যানেল পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এই ক্যানেল পরিদর্শন করে কৃষকদের সাথে এই বিষয়ে বিশদ কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
ক্যানেল সংস্কার কার্যক্রমে ইউনিয়ন পরিষদের গৃহীত উদ্যোগের প্রশংসা করে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ক্যানেল সংস্কার ও দুই ধারে বনায়ন কার্যক্রম করতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, প্রায় দশ বছর ধরে জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়ে রয়েছে দুই হাজার একর কৃষি জমি। এতে চাষাবাদ না হওয়ায় সংকটে ওই এলাকার কৃষকরা। জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় ০৭ কিলোমিটার জুড়ে ক্যানেল সংস্কার কাজ শুরু করে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved