মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে লতিরাজ জাতের লতি কচু চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। প্রধানমন্ত্রীর অনুশাসন, এক ইঞ্চি জমিও অনাদি থাকবে না, তারই আলোকে উপজেলার উজিয়াল খান গ্রামের সুনীল রায়ের ছেলে কৃষক সুজন রায় উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পাঁচ শতাংশ অনাবাদি স্যাতসেতে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় লতি রাজ জাতের লতি কচু চাষ করে স্বাবলম্বী হয়েছে এই কৃষক। কৃষক সুজন রায় বলেন, কাহারো কাছে হাত না পেতে এই লতি কচু চাষ করে বাজারে বিক্রি করে আমি আমার স্ত্রীর সন্তানদের নিয়ে সংসার পরিচালনা করতে সক্ষম হয়েছি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে তাদের কৃষি কাজের যাবতীয় সহযোগিতা করে যাচ্ছি। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিলন জানান, উপজেলার প্রত্যেকটি মাঠে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের পাশে থেকে তাদের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved