প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
পলাশবাড়ীতে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ও স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পলাশবাড়ী আর্দশ ডিগ্রী কলেজে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) দেওয়ান মওদুদ আহম্মদ ,জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদা খাতুন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ এ প্রশিক্ষণে নির্বাচনে ভোট গ্রহনকারি কর্মকর্তা গণের ভোট গ্রহন কালিন সময়ে করণীয় বিষয় গুলো তুলে ধরেন।
উল্লেখ্য, পলাশবাড়ির মোট ৬৬টি কেন্দ্র এবং ৪৬১টি কক্ষে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৬৪০ জন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved