মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার সদরে অবস্থিত অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ওই প্রতিষ্ঠানের প্লে থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ভর্তি পরীক্ষা দিতে আসা দ্বিতীয় শ্রেণীর অংকন বলেন, আমার স্কুলটি ভাল লেগেছে। আমি পরীক্ষায় সবগুলো দিতে পেরেছি। ষষ্ঠ শ্রেণির সুমাইয়া আক্তার রিমি বলেন, আমি ৫ম শ্রেণী পাশ করে এখানে এসেছি। স্কুলটি অনেক সুন্দর। আমাকে অনেক ভালো লেগেছে। ভর্তি পরীক্ষার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। শিক্ষার্থীর সাথে আসা অভিভাবক রবিউল ইসলাম বলেন, উপজেলায় এরকম প্রতিষ্ঠান আরও হওয়া দরকার এতে লেখাপড়ার মান ভালো হয়। আশা করছি এই স্কুলটি অনেক দূর এগিয়ে যাবে। উন্নত মানের পরিবেশ, মান অনেক ভাল বলে জানান তিনি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মশিউর রহমান জানান, সদ্য উদ্বোধন হওয়া প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষা দিয়েছে। এ ভর্তি পরীক্ষায় অভিভাবকগণ সহযোগিতা করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved