প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৩, ৭:২১ পূর্বাহ্ণ
রাজারহাটে প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে,বললেন কুড়িগ্রাম ডিসি
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন নির্ভয়ে সুষ্ঠভাবে ভোট দিতে পারে সে জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে।
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ৩০ ডিসেম্বর রাজারহাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্ল্যাহ সোহরাওয়ার্দী অডিটরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল এ কে এম ওয়াহেদুন্নবী, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল হক, জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাজ উদ্দিন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত নিলুফা আকতার।
উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬৭ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved