ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মনিকা একাডেমির আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের ভওয়াখালী এলাকায় একাডেমি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’টি গ্রুপে ২০জন শিশু অংশগ্রহণ করে।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী।
বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়ার পারমল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক আরিফা সুলতানা, স্বপ্নের খোঁজের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, যুগ্মসাধারণ সম্পাদক সোহাগ ফরাজী, চন্দ্রকথা শিশু নিকেতনের সদস্য সজিব সিকদারসহ অনেকে।
প্রতিযোগিতায় ক শাখায় প্রথম হয়েছে-সারিকা সুলতান, দ্বিতীয় তাসমিয়া তাহমিন ও তৃতীয় নিশানা আক্তার তুলি এবং খ শাখায় প্রথম হয়েছে-জয়নব মাহমুদ জ্যোতি, দ্বিতীয় জুলেখা ইসলাম ও তৃতীয় ফাওয়া আরিবা আস্থা। অনুষ্ঠানে সহযোগিতা করেছে চন্দ্রকথা ফ্যাশান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved