আবহাওয়া অফিস বলছে, এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিনে যা দ্বিতীয় সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার ঢাকার আকাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। এদিন সর্বনিম্ন ১৭.৭ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের আবহাওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, ঢাকায় এদিন সকালে বাতাসের আদ্রতা ছিল ৬৪.৪%। এদিকে রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের পূর্ভাবাসে বলা হয়, এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ছাড়াও অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়া ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল চট্টগ্রামের শীতাকুন্ডে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।