ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় নায়েব আলী (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট বাজারের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে খোলারহাট বাজার থেকে বালু বোঝাই ট্রাক্টরটি খড়িবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ নায়েব আলী খোলারহাট থেকে বাড়ী ফিরচ্ছিলেন। টাক্টরের বেপরোয়া গতি দেখে তিনি দৌড়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করেন। এতে ট্রাক্টরে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved