ঠাকুরগাঁও প্রতিনিধি :
অসুস্থ ছাগলের মাংস বিক্রির অপরাধে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে তিন জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে লাহিড়ী হাটে গোপন সংবাদের ভিত্তিতে অসুস্থ ছাগল জবেহ করে ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রির দায়ে অসুস্থ ছাগলের মাংস ব্যবসায়ী ৩ জনের প্রত্যেককে পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারায় ১২ হাজার করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ছোট সিংগিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মুসা, ভোটপাড়া গ্রামের মৃত আব্দুল মোহাম্মদ আলীর ছেলে খিজমত আলী, মধুপুর গ্রামের মৃত আজিজ আলীর ছেলে রায়হান।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম,উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাক্টার নিয়ামুল শাহাদাত, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি সহ থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved