মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘চ’ বগির পেছনের বগিতে ভাঙ্গা থেকে দাঁড়িয়ে আসছিলাম৷ এদিকে মানুষজন চিল্লাই (চিৎকার) উঠছে, আগুন ধরছে, আগুন ধরছে বলে৷ তাকিয়ে দেখি কোচ ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে৷ পরে আমি কোচের পেছন দিকে যেতে লাগলে মানুষজন বললো ভাই তাড়াতাড়ি নেমে যান আগুন লাগছে৷ তখন আমার মাথায় বুদ্ধি এলো—চেইন টান দিতে হবে৷ তখন ধোঁয়ার কারণে চেইন আর খুঁজে পাই না৷ পরে মানুষের ভিড় ঠেলে আরেক বগিতে গিয়ে চেইন ধরে টান দিলাম, তখন ট্রেন থামলো৷ শুক্রবার রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনার বিবরণ এভাবেই দিচ্ছিলেন দায়িত্বরত পুলিশের কন্সটেবল মোহাম্মদ আলী৷ গোপীবাগে ট্রেনে আগুন : দগ্ধ আরও একজন শেখ হাসিনা বার্নে বেনাপোল এক্সপ্রেসে আগুন : নাশকতা কি না— খতিয়ে দেখার নির্দেশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের চেইন টানার বিষয়টি ভিডিও বার্তায় জানান মোহাম্মদ আলী। তিনি বলেন, তখন ট্রেন থেকে বের হবার পথে প্রচুর মানুষ দেখে আমি উপায় না পেয়ে জানালা দিয়ে নামতে চেষ্টা করি৷ জানালা দিয়ে নামতে গিয়ে এক পা ভেতর থেকে গেলে আমি ঝুলন্ত অবস্থার মধ্যে পড়ে যাই৷ পরে জুতা ফেলে বের হয়ে এসেছি৷ শুক্রবার (৫ জানয়ুারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved