এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলে বগুড়ার আদমদীঘিতে ৫৬ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এক আলোচনা সভা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও এসআই প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদওয়ানুর রহিম, থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, উপ পরিদর্শক তারেক হোসেন প্রমূখ। সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের প থেকে গ্রামপুলিশদেরও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া ১২০ টাকায় এখন পুলিশে চাকরি পাওয়ার বিষয় নিয়েও আলোচনা করেন। পাশাপাশি ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ সামগ্রী প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved