শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে চায়ের দেশ মৌলভীবাজারে।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল বেলা রোদ উঠলেও সন্ধ্যার পর থেকে মৃদৃ শীতল বাতাশে শীতের তীব্রতা বড়তে থাকে। শহরের থেকে চা বাগান ও পাহাড়ী এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরো নিচে নামতে পারে। এদিকে শীত বাড়লেও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত শীতবস্ত্র বিতরণ তেমন একটা লক্ষ করা যায়নি। তীব্র শীত থেকে নিজেদের রক্ষা করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার দিকে তাকিয়ে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved