প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
স্বামী জয়ী হলেও জামানত হারালেন স্ত্রী
গাইবান্ধাঃ নির্বাচনে গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাসুমা আখতার জামানত হারালেন। এ নির্বাচনে স্বামী শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে জয়লাভ করলে ও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে ১৬৯ ভোট পেয়ে জামানত হারান।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ প্রার্থী অংশগ্রহণ করেন।
রোববার (৭ জানুয়ারি) ওই নির্বাচনের বেসরকারি ফলাফলে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রশীদ সরকার লাঙ্গ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট। গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুয়ায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved