মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিপিএলের দশম আসরের কাউন-ডাউন শুরু হয়েছে। আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টির এই মেগা আসর। এবারের আসরে চ্যাম্পিয়ন হতে উঠে পড়ে লেগেছে ফরচুন বরিশাল। দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টির বড় বড় তারকা ক্রিকেটারদের। এ ছাড়াও দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডাবের তিনজনই রয়েছে তাদের দলে। তবে কার কাঁধে উঠবে বরিশালের অধিনায়কের দায়িত্ব তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়েই দল সাজিয়ে ছিল ফরচুন বরিশাল। তবে ইনজুরি এবং বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর দীর্ঘ ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। তাই গুঞ্জন রয়েছে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে অধিনায়কের ভূমিকায়। বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে কথা বলেন ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। এ সময় দলের অধিনায়ককে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিনায়ক কে হবে, আমি বলতে পারব না। এটা ম্যানেজমেন্টের বিষয়। সময় হলে অবশ্যই জানতে পারবেন। ম্যানেজমেন্ট জানাবে যে কে অধিনায়কত্ব করবেন। অধিনায়ক নির্ধারণ করা আছে। এখন পর্যন্ত ঘোষণা হয়েছে কিনা আমি জানি না। ‘প্রত্যেক দলেরই কিছু গোপনীয়তা আছে। এটা তো পুরোপুরি দলের মালিক আছেন, ম্যানেজমেন্ট আছেন তারা অফিসিয়ালি ঘোষণার জন্য বসে আছেন। বেসিক্যালি সবাই জানি অধিনায়ক কে থাকবেন।’ এর আগে গতকাল অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন তামিম ইকবাল খান। নেটে ব্যাটিংয়ের সময় তাসকিনের বলে আঙুলে আঘাত পান তামিম। এরপর অনুশীলন বন্ধ করে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ত্যাগ করেন এই ক্রিকেটার। তামিমের ইনজুরি নিয়ে বাবুল বলেন, তামিমের ইনজুরি খুব একটা গুরুতর নয়। অনুশীলনের সময় একটা বল লাফ দিয়েছিল। সেটা প্রভাব ফেলেনি। আঙুল ঠিকাছে। অতিরিক্ত কোন কিছু যাতে না হয় সেই জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছিলো। তবে আজ পুরোপুরি ব্যাট করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved