মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ দুইজন দগ্ধ হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন- নাজমা (২৫) ও তার ছেলে শিশু নজরুল ইসলাম (৪)। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তেজগাঁওয়ে বস্তিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু তেজগাঁওয়ের আগুনে পুড়েছে তিনশ ঘর, সূত্রপাত শর্টসার্কিট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, তেজগাঁও বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমা ও শিশু নজরুল ইসলাম নামে দুইজন জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে নাজমার শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে ও তার ছেলে শিশু নজরুল ইসলাম ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved