মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তাইওয়ানের রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচনে ভোট শুরু হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে রাজধানী তাইপেসহ দ্বীপটির বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রদান করছেন নাগরিকরা। ভোটগ্রহণ চলবে তাইওয়ানে বিকেল ৪টা পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তাইওয়ানের বড় দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিকেকে) এবং কুওমিনটাংয়ের মধ্যে। এই নির্বাচনে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য ক্ষমতাসীন ডিকেকের জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন। শাসক দল ডিকেকের অবশ্য এবারের নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার সুযোগ রয়েছে। এই নির্বাচনে কোনো ভোটকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখেনি তাইওয়ানের নির্বাচন কমিশন। ফলে ভোটারদেরকে ব্যালট পেপারের মাধ্যমেই ভোট দিতে হচ্ছে। ভোটগ্রহণ শেষে এদিন সন্ধ্যার দিকে ফলাফল প্রকাশ করা হবে। দ্বীপ ভূখণ্ডটিতে মোট ১ কোটি ৯৫ লাখ ভোটার রয়েছেন। জানা গেছে, নির্বাচনে ডিকেকের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। অন্যদিকে বৃহত্তম বিরোধী দল কুওমিনটাংয়ের পক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির শীর্ষ নেতা হোন-ইউ ইহ। এই দুজন ছাড়াও নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইপের সাবেক মেয়র এবং তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) শীর্ষ নেতা কো ওয়েন জে। তাইওয়ানের সংবিধান অনুসারে, কোনো নাগরিক সেখানে টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। তাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভূখণ্ডটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। প্রসঙ্গত, তাইওয়ান সবসময় নিজেদের স্বাধীন ও সার্বভৌম দাবি করে আসলেও তাদেরকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved