প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মা-ছেলেসহ ২জন রাজধানী ঢাকার সাভার থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ ঢাকা ও র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্ব্বে আজ ১২ জানুয়ারী শুক্রবার দুপুরে পাঁচবিবিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মা-ছেলে ঢাকার সাভার থেকে গ্রেফতার জেলার সাভার এলাকায় পৃথক ২টি বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ ডেইজি বেগম (৪৭), স্বামী-মোঃ শহিদুল ইসলাম ওরফে বাবু লাল ও ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জিয়ারুল ইসলাম ওরফে ভুলু (২০), পিতা-মোঃ শহিদুল ইসলাম ওরফে বাবু লাল, সাং-পূর্ব রামচন্দ্রপুর,থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক মামলায় মা ডেইজি বেগমের যাবজ্জীবন ও ছেলে জিয়াউল ইসলাম ওরফে ভুলুর ৫ বছর কারাদণ্ড দেন আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের পলাতক থাকা অবস্থায় ঢাকার সাভার থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আসামীকদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved