প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৪, ২:২২ অপরাহ্ণ
‘ভ্যালেনসিয়াথ আলুর ক্ষেত পরির্দশন করলেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১২ জানুয়ারী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভাড়াহুত গ্রামে এসিআই সীড কোম্পানীর আয়োজনে ভ্যালেনসিয়া জাতের আলুর ক্ষেত পরির্দশন করেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। বৃহস্পতিবার বিকালে বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোঃ দুলাল শেখের সভাপতিত্বে কৃষক ইলিয়াস হোসেনের বাড়ির উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রতি বিঘায় ২০-২৫ হাজার টাকা খরচে ৮৫ দিন বয়সে ১৩০-১৪০ মণ আলু পাওয়া সম্ভব বলেন, কৃষিবিদরা। রোগবালাই ও খরচ কম অপরদিকে ফলন ও লাভ বেশী হয় অন্য জাতের আলুর তুলনায় বলেও জানান। উপস্থিত কৃষকদের এ জাতের আলু বেশী বেশী চাষের পরার্মশও দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, এসিআই সীড কোম্পানীর জেনারেল ম্যানেজার এ কে এম শাহিনুর রহমান, বিজনেস ডিরেক্টর শ্রী সুধীর চন্দ্র নাথ, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন-নবী, পোর্ট ফলিও ম্যানেজার গোলাম মোস্তফা সহ জেলা-উপজেলার বীজ ব্যবসায়ী ও এলাকার শতাধিক চাষী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved