প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
আলু-পেঁয়াজের বাজারে অস্বস্তি
গাইবান্ধাঃ ভরা মৌসুমেও স্বস্তি ফিরছে না আলু ও পেঁয়াজের বাজারে। বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। কিছুটা দাম কমলেও তা এখনও রয়েছে অস্বস্তির পর্যায়ে। অন্যান্য বছরগুলোতে এই সময় আলুর যে দাম থাকে তার প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে আলু। শনিবার (১৩ জানুয়ারি)পলাশবাড়ীতে স্থানীয় হাটের দিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে কিছুটা দাম কমলেও স্বস্তি ফেরেনি আলুর দামে। আলু প্রতি কেজি ৫৫-৬০ টাকা, দেশি লাল আলু ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।একই অবস্থা পেঁয়াজের বাজারে। দেশি জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা। কিছু নিম্নমানের ছোট পেঁয়াজও বিক্রি হচ্ছে ৭০ টাকার ওপরে। পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, আর কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে আলু-পেঁয়াজের দাম। মুগদা ঝিলপার বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শহিদুল বলেন, আগের থেকে কিছুটা দাম কমেছে। নতুন আলু-পেঁয়াজ উঠতে শুরু করেছে। এখন নতুন তাই দাম বেশি। আর কয়ডা দিন গেলে দাম আগের মতো ২০-৩০ টাকায় চইলা আইবো। তবে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ডিমের দাম। দাম বেঁধে দেওয়ার পরেও সেই দাম কর্যকর না হওয়ার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেয়। বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved