প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
ঘোড়াঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শখের বসে হাঁসের গোসলের জন্য তৈরী করা ছোট্ট গর্তের পানিতে পড়ে দেড় বছরের এক শিশু মারা গেছে।শিশুটির নাম হিমেল আহমেদ।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ৪নং ইউনিয়নের নন্দনপুর গ্রামের নিজ বাড়িতে এঘটনা ঘটে।শিশু হিমেল ওই গ্রামের সৈকত মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির মধ্যে উঠানের এক পাশে কয়েকটি হাঁসের গোসলের জন্য ছোট্ট গর্ত করা ছিল।সকাল ১০টার পরে সে কোন সময় শিশুটি সকলের অগোচরে ওই গর্তের ভিতরে পানির মধ্যে পড়ে যায়।পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর গর্তের মধ্যে উপুড় হয়ে অচেতন অবস্থায় শিশুটিকে দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদূজ্জামান ভূট্ট জানান,ছোট্ট একটা গর্ত যেখানে পানি খুব সামান্যই ছিল ধরতে গেলে হাঁটু পানির কম। ওই পানিতে পড়ে শিশু হিমেলের মৃত্যু হয়েছে।পরে স্থানীয়দের সাথে পরামর্শ করে শিশুটির দাফন কার্য সম্পূর্ণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved