মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বেশ অনেকটা দিন ধরেই টানা খেলার মধ্যে আছে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-এ বাংলা স্টেডিয়াম। পিচের মান নিয়েও আছে সমালোচনা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও কিছুটা চিন্তিত এই ইস্যুতে। জানিয়েছেন, টানা খেলার মাঝে মিরপুরের মাঠ ঠিক করারই সময় পাওয়া কঠিন।
এমনসব কারণে বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, এমন কথাও শোনা গিয়েছে। এবার হয়ত বিকল্প ভেন্যু পেয়েও গিয়েছে তারা। ভেন্যুর সন্ধানে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর তাদের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও প্রস্তুত বিসিবিকে সাহায্য করতে।
গতকাল রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় তিনি বলেন, ‘একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ।’শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক ও বিপিএলও ভাবনায় আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ইশতিয়াক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায় অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved