মিলন পারভেজ : পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এটি ৭ম আসরের ৪র্থ ও শেষ খেলা। খেলায় ঢাকা বিভাগের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ফুটবল একডেমী দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৪র্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মনপুরা মাঠের ৪ বারের চ্যাম্পিয়ন ও হ্যাট্রিক চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমি দল। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন যথাক্রমে স্বাধীন ও সাগর এবং দ্বিতীয়ার্ধে বায়েজিদ তৃতীয় গোলটি করেন। প্রকৃতপক্ষে এই খেলায় টাঙ্গাইল দল এক প্রকার কোন প্রতিরোধই গড়তে পারেনি। বিজয়ী দলের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুর দলের আফ্রিকান খেলোয়াড় গাচ। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ং স্টার কাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (মামুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগার আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাদিকুল ইসলাম। খেলায় ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারা ভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার। তার সহকারী দু'জন ছিলেন জাহাঙ্গীর ও আল আমিন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved