এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৬টি উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধীক শিক্ষার্থীদের অংশ গ্রহনে দিনভর গণিত, সাহিত্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই বনভোজনের নাম দেওয়া হয় ‘আনন্দে একদিন’। শনিবার দিনব্যাপী সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাব আয়োজনটি করে।
সকালে অনুষ্ঠানের শুরুতেই বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের হলরুমে ‘মা’ সর্ম্পকিত বক্তব্য প্রতিযোগিতা, কলেজ ক্যাম্পাসে ২০০ মিটার গণিত দৌঁড়সহ এসব শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়। এরপর মধ্যহ্ন বিরতি। বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবের সভাপতি সাবেক অধ্যক্ষ একেএম আসাদুল হকের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মোঃ হুমায়ুন কবীর জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মামুন উর রশিদ মামুন, ক্লাবের সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দিলীপ কুমার, কোষাধ্যক্ষ দেওয়ান আল আমিন বাবু, নাট্য ব্যক্তিত্ব রাজা ফকির প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved