মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :২০২৩ সালে সাগরে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। আজ বুধবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে ইউএনএইচসিআর জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমায় গত বছর প্রায় ৫৬৯ জন রোহিঙ্গা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এছাড়া প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় অংশ নিয়েছেন যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সমুদ্র পাড়ি দেওয়ার সময় এখন পর্যন্ত ৭৩০ জন নিখোঁজ বা মৃত, যা ২০১৪ সালের পর এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০২৩ সালে তার আগের বছরের তুলনায় ২০০ জনেরও বেশি রোহিঙ্গা মৃত বা নিখোঁজ হয়েছেন। সমুদ্র যাত্রায় বেঁচে যাওয়া ব্যক্তিরা লিঙ্গ-ভিত্তিক সহিংসতাসহ ভ্রমণের সময় নির্যাতন এবং শোষণের ভয়ঙ্কর বিবরণ দিয়েছেন বলে জানায় সংস্থাটি। ২০২৩ সালে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় প্রতি আট রোহিঙ্গার মধ্যে একজন মারা গেছে বা নিখোঁজ হয়েছে এবং এটি আন্দামান সাগর ও বঙ্গোপসাগরকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জলপ্রবাহের মধ্যে একটি করে তুলেছে বলে জানায় ইউএনএইচসিআর। সংস্থাটি জানায়, এই যাত্রার চেষ্টাকারীদের বেশিরভাগই ছিল শিশু ও নারী, যা প্রায় ৬৬ শতাংশ। রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এবং কিছু পরিমাণে মিয়ানমার থেকে চলে যাচ্ছে। ইউএনএইচসিআর আঞ্চলিক উপকূলীয় কর্তৃপক্ষকে ভবিষ্যৎ ট্র্যাজেডি প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জীবন বাঁচানো এবং সমুদ্রে দুর্দশাগ্রস্তদের উদ্ধার করা একটি মানবিক, বাধ্যতামূলক এবং আন্তর্জাতিক সমুদ্র আইনের অধীনে একটি কর্তব্য। ২০১৭ সালে মিয়ানমারে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved