সোহেল সানী:
দিনাজপুরের পার্বতীপুরে অনুমোদনের চেয়ে বেশি ধান মজুদ করায় তিন ধান ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া ও কাজিপাড়া এলাকায় ধানের আড়ৎ গুলোতে অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় তিন ধান আড়তদার নুরুজামান ১০ হাজার টাকা, হাসান আলী ২০ হাজার ও রবিউল ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রয়ক কর্মকর্তা আফান আলী, পার্বতীপুর শহরের এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেশ চন্দ্র পাল ও খাদ্য পরিদর্শক নুরুজামানসহ পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ।
পার্বতীপুরের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, উপজেলার ধান আড়ৎগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষি শিল্প আইনের ২০১৮ এর ধারা ১৯ (৬) এ অনুমোদনের চেয়ে বেশি ধান মজুদ রাখায় তিন ধান ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনগণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved