মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঝিনাইদহে ট্রাকসহ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও র্যাব। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো ঢাকার জেলার সাভার থানার মুশুরি খোলা গ্রামের শওকত আলীর ছেলে নিজাম (২৪) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৩)। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, ঢাকা থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন ঝিনাইদহ শহরে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় অবস্থায় নেয় তারা। সেসময় একটি ট্রাক আটক করে জব্দ করা হয় ৪ হাজার ১’শ কেজি পলিথিন। আটক করা হয় নিজাম উদ্দিন ও ইমরান হোসেন নামের দুই জনকে। ঢাকার চকবাজার থেকে বিপুল পরিমান পলিথিন ঝিনাইদহ শহরের এক ব্যবসায়ীকে দেওয়ার জন্য ট্রাক যোগে আনা হচ্ছিলো। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved