মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কোটচাঁদপুরের গৃহবধূ সালমা খাতুন হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে মৃতের মা হালিমা খাতুন বাদি হয়ে ওই মামলা করেছেন। ওই ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছেন থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার (২৫-০১-২৪) রাত ৮টার সময় বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ সালমা খাতুন (২৭)। পরের দিন শুক্রবার সকাল ১১টার সময় তাঁর মৃত দেহের খোঁজ পাওয়া যায় বাড়ির পাশের পানের ক্ষেতে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর গৃহবধূ সালমা খাতুনের নাক,কান বিছিন্ন মৃত দেহ পান তার পরিবার। ওই ঘটনায় শুক্রবার রাতে মৃতের মা হালিমা খাতুন বাদি হয়ে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলা নাম্বার- ৯ তারিখ -২৬-০১-২৪। এ দিকে পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী তরিকুল ইসলামকে আটক করেছেন। তরিকুল ইসলাম কোটচাঁদপুরের গুড়পাড়া গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। সালমা ছিলেন তরিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। এর আগে তাঁর খালাত বোনের সঙ্গে তরিকুলের বিয়ে হয়। ওই স্ত্রী রোগাক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন এলাকাবাসী। ওই সংসারে একটা ছেলেও আছে তার। এছাড়া সালমাকে বিয়ের পর দুই সন্তানের জনক হন তরিকুল। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। এ ব্যাপারে কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিএম মনিরুজ্জামান বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। মামলা নাম্বার ৯, তারিখ-২৬-০১-২৪। মামলা তদন্তধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। তিনি বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, ২৬ তারিখ রাতে হত্যা মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ফাঁড়ির এস আই মনিরুজ্জামানকে দেযা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে। তবে পরকীয়ার কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved