মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর গুলিস্তানে আল আরাফাহ ইসলামি ব্যাংকের অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে খবর আসে গুলিস্তান নবাবপুর রোডের একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে রাত ১২টা ৫৫ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর একে একে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, আগুনে ফলস সিলিং জ্বলে গিয়েছিল। সেখান থেকে পরে এসির লাইন ও এসিগুলো পুড়ে যায়। আগুনের উৎপত্তিস্থল শনাক্ত করার পরে আগুন নির্বাপণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved