মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাইবান্ধার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের সন্তানদের মধ্যে জটিল রোগে আক্রান্ত ৯৮ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাদের চিকিৎসাসেবার জন্য মোট ৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, গাইবান্ধা জেলা শাখা এই আয়োজন করে। গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডস্থ স্টেশন ক্লাব কার্যালয়ে অনুদানের চেক বিতরণে উপস্থিত ছিলেন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আব্দুল আউয়াল, সংগঠনটির জেলা চেয়ারম্যান আজাদ আবু রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান দুদু, যুগ্ম কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ প্রমুখ। চেয়ারম্যান আজাদ আবু রায়হান বলেন, সংগঠনের সদস্য এবং তাদের সন্তানদের জন্য কেন্দ্রীয় সংগঠন থেকে প্রাপ্ত এককালিন অনুদান, শিক্ষা, জটিল ও সাধারণ রোগীর চিকিৎসাসেবার জন্য মোট ৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved