মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকের জমিতে পানি দেওয়ার কাজে ব্যবহৃত শ্যালো পাম্প চুরির মূলহোতাসহ ২ চোরকে চোরাই মালামাল বিক্রির সময় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার টুপিমারি এলাকাট মোঃ আমিনুল ইসলামের জমিতে সেচ দেওয়ার শ্যালো পাম্প তার জমির পার্শ্বে মেশিনঘর থেকে তালা ভেঙ্গে চুরি হয়। নাগেশ্বরী থানা পুলিশ চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোপন তথ্য সংগ্রহসহ বিভিন্ন ভাবে অনুসন্ধান করতে থাকে। এমতাবস্থায় গত ২৭ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার ভাংড়ি মালামালের দোকানে চোরাইকৃত শ্যালো পাম্প বিক্রয়ের সময় নাগেশ্বরী শালমারা এলাকার মোঃ আপেল মাহমুদ (৩২) ও মোঃ মোখলেছুর রহমান (২৫)কে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা নাগেশ্বরী থানা এলাকার সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এই বিষয়ে নাগেশ্বরী থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, বিষয়টি আমরা গুরত্বের সাথে দেখছি। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved