মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার নন্দনগাছী স্টেশনের অদূরে ভাঙা লাইন দেখে স্থানীয়রা লাল নিশান দিয়ে ট্রেন থামান। জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আড়ানী রেলওয়ে স্টেশন অতিক্রম করে নন্দনগাছী স্টেশনের দিকে এলে লাইন ভাঙা দেখে স্থানীয়রা সংকেত দিয়ে ট্রেন থামান। পরে ট্রেনের দায়িত্বরতরা এসে রেললাইনের স্লিপার ভাঙা দেখে। এ ঘটনায় আধা ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এটা স্বাভাবিক ঘটনা। শীতের কারণে এমনভাবে রেল ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved