মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ চুরির মামলায় তিন ঘণ্টার মধ্যে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উলিপুর পৌর শহরের জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র বিপ্লব মিয়া (২৫), ফুল মিয়ার পুত্র ইউনুছ আলী (২৫), জালাল উদ্দিনের পুত্র সামিউল ইসলাম (২৯), মোজাম্মেল হকের পুত্র মাসুদ রানা (৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুর রহিম (৫৫)। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে পৌর শহরে জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকায় কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। সেই অভিযানে ওই চোর চক্রের ৫ সদস্যকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved